AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০১:৫৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্র পাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী ২০২৫। বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদযাপিত হয়েছে।  মোনাজাতে তামাম জাহানের সমস্ত আলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নকশা,আখইয়ার,আবদাল,আওতাদদের হুজুরে সওয়াব পৌছানো হয়।


এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করা হয়। এদিনে কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগনিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রান মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্র পুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে অনুষ্ঠিত ওরছ আগের দিন থেকেই দূর- দুরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন।


মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত -তরিকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়াইসি আখেরি মোনাজাত পরিচালনা করেন।


একুশে সংবাদ////র.ন

Link copied!