AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্ণামেন্টের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক সুলতানা রাজিয়া। 

উদ্ধোধন কালে ইউএনও বলেন, তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে। তাই তারুণ্যের উৎসবের মাধ্যমে তাদের উদ্যোমকে আরো বাড়িয়ে নেয়ার জন্য এই প্রচেষ্টা। খেলায় পৌরসভাসহ ও ১৫ টি ইউনিয়নের মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে। যা আগামী ২৩ জানুুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌর একাদশ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয়।
 
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভূমি এ.আর এম জাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেসবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাঈমুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।

উক্ত খেলায় টান টান উত্তেজনায় টাইব্রেকারে মধ্যদিয়ে ৩-২ এর ব্যবধানে ফরিদগঞ্জ পৌর একাদশ বিজয়ী হয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!