AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে নিখোঁজ মায়ের সন্ধানে দিশেহারা সন্তানরা


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
১০:২৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৫
শিবচরে নিখোঁজ মায়ের সন্ধানে দিশেহারা সন্তানরা

মাদারীপুর শিবচরে ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধ নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের পর থেকেই নিজের মাকে হারিয়ে দিশেহারা সন্তানেরা। মায়ের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করেও কোনো সন্ধান মিলেনি নিখোঁজ মায়ের।

নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশের ছোট কুতুবপুর বাজারে বিকাশের দোকানে আসেন ফজিলাতুন্নেছা ছেলের কাছে টাকা পাঠানোর জন্য । এরপর আর তিনি বাড়ি ফেরেন নি। তবে তার ব্যবহৃত মোবাইলটি ২৪ ঘণ্টার ও বেশি সময় সচল ছিল, এরপর সেটিকেও বন্ধ দেখায়। নিখোঁজের পরের দিন সোমবার (১৩ জানুয়ারি) শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে কোন সন্ধান না পেয়ে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শিবচর প্রেসক্লাবে এসে মায়ের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ এর সন্তানও স্বজনরা।

সংবাদ সম্মেলনে ফজিলাতুন্নেছার বড় ছেলে আবু বক্কর আকন বলেন, আমার মায়ের বয়স হলেও আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। নিজের রান্নাবান্না নিজেই করে খেতেন। আমি শহরে থাকলেও আমাদের মা গ্রামের বাড়িতে থাকতেন আমার ছোট ভাইয়ের সাথে। বিকাশের দোকানে টাকা পাঠাতে এসে আমার মা নিখোঁজ হয় আমরা আমার মায়ের সন্ধান চাই।

নিখোঁজের মেয়ে রেখা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মা তার ছোট ছেলের মায়ায় পড়ে গ্রামের বাড়িতে থাকতো। আমার মা সম্পূর্ণ সুস্থ ছিল। আমার মা একদিন আমার সাথে ফোনে কথা না বলে থাকতে পারত না। আজ কয়দিন হলো আমার মা আমাদের মাঝে নেই। সরকারের কাছে আবেদন রাখছি। সরকার যেন আমার মায়ের দ্রুত সন্ধান করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, নিখোঁজ ফজিলাতুন্নেছার মেয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং নিখোঁজের সন্ধানে কাজ করছি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!