ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে অপহরণের প্রায় তিন ঘণ্টা পর এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে দোহার থানার শ্রীনগর সীমান্তবর্তী সাইনপুকুর তদন্তকেন্দ্র–সংলগ্ন এলাকায় গাড়ির থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্র প্রতীক সরকারকে (১৩) উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত হায়েস মাইক্রো গাড়িটি জব্দ করা হয়েছে।
প্রতীক সরকার (১৩) স্থানীয় হলিক্রস উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাল এলাকার বাসিন্দা।
তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো- শরীয়তপুরের নড়িয়া উপজেলার পারভেজ আহমেদ (৪০), রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯), জুরাইন পশ্চিম ধোলাইপাড়ের জুম্মন খান (৪১), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আতিক হালদার (৪৪) ও চাঁদপুরের মো. মিজান (৫৩)।
পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে প্রতীক বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট হায়েস মাইক্রো গাড়ি থেকে তাকে ডাক দেন কয়েকজন। এতে সাড়া দিয়ে এগিয়ে গেলে অপহরণকারী চক্রের এক সদস্য প্রতীকের বাবা কোথায় জানতে চায়। বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে তাঁরা গাড়িতে তুলে নেয়। গাড়িটি নবাবগঞ্জ থেকে দোহার হয়ে শ্রীনগর মহাসড়কের দিকে এগিয়ে যায়। এদিকে সকাল ১০টার পর বিদ্যালয় থেকে প্রতীকের অনুপস্থিতির বিষয়টি তার পরিবারের কাছে জানানো হয়। তখন প্রতীকের বাবা ও স্বজনেরা দ্রুত বিষয়টি নবাবগঞ্জ থানা-পুলিশকে জানান। পরে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুপুর ১২টার দিকে দোহার থানার সীমান্তবর্তী সাইনপুকুর তদন্তকেন্দ্রের কাছে এলে প্রতীককে বহনকারী গাড়িটি আটকে দেয় পুলিশ। পরে গাড়ির ভেতর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া স্কুলছাত্র প্রতীকসহ গ্রেপ্তার পাঁচজনকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :