পটুয়াখালী সদর উপজেলা বস্ত্র দোকান কর্মচারী ইউনিয়নের সদস্যদের মাঝে জেলা প্রশাসক কর্তৃক প্রাপ্ত শীত বস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারী বুধবার রাতে পটুয়াখালী পৌর শহরের আধুনিকা বস্ত্রালয় থেকে এ ইউনিয়নের সদস্যদের মাঝে উক্ত প্রাপ্ত শীত বস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।
এ শীত বস্ত্র ( কম্বল) বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর উপজেলা বস্ত্র দোকান কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-(২০৪২খুলনা)এর প্রদান উপদেষ্টা- মোঃ কামরুজ্জামান হেলাল, সভাপতি - মোঃ জাকারিয়া, সাধারণ সম্পাদক - শুসিল দেবনাথ, যুগ্ম -সাধারণ সম্পাদক - মিঠুন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক- রাজিব দেবনাথ ও রাজনীতি বীদ বাবু সমীর কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :