AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুর পৌরসভায় চলবে ২ রঙের ইজিবাইক


চাঁদপুর পৌরসভায় চলবে ২ রঙের ইজিবাইক

যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুর শহরের পৌর কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত লাইসেন্সধারী ইজিবাইক জোড় সংখ্যার রং হবে লাল এবং বেজোড় সংখ্যার রং সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ি সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে।


বুধবার ১৫ জানুয়ারি দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে ইজিবাইকগুলো নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বেজোড় সংখ্যায় কালার করে দিচ্ছেন শ্রমিকরা।


পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এ কাজটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পৌর এলাকায় ইজিবাইক চালক ও মালিকদের উদ্দেশ্যে মাইকিং করে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কাজ করা হচ্ছে।


চাঁদপুর পৌর প্রশাসক মো.গোলাম জাকারিয়া বলেন,শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বে-জোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না।


একুশে সংবাদ////র.ন

Link copied!