কোটচাঁদপুরে আলমসাধু মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী ইসাহাক আলী সন্টু পাঠান (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টার সময় কোটচাঁদপুর -তালসার সড়কের রববানি ব্রীজ সংলগ্ন এলাকায় দূর্ঘটনা ঘটে।
তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু বলেন, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ইসাহক আলী সন্টু পাঠান কোটচাঁদপুর থেকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুর -তালসার সড়কের রববানি ব্রীজ সংলগ্ন স্থানে পৌছালে সামনে থেকে আসা আলমসাধুর সঙ্গেু মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাঁর স্বজনরা তাকে নিয়ে যশোরে যাবার পথে তিনি মারা যান।
তিনি তালসার গ্রামের বীর মুক্তি যোদ্ধা আমীর হোসেন পাঠানের বড় ছেলে। সন্টু পাঠান ছিলেন- ওই বাজারের বিশিষ্ট ব্যবসায়ি। মৃত্যুর সময় তিনি তিন মেয়ে এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
ঘটনার পর আলমসাধু ফেলে আলমসাধু ড্রাইভার পালালেও আলমসাধুটি উদ্ধার করে তালসার পুলিশ ফাঁড়িতে জব্দ করেছেন বলে জানিয়েছেন ওই পুলিশ ফাঁড়ির সহ উপপরিদর্শক (এএসআই) সমির কুমার।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফসান রহমান বলেন, তিনি গুরুতর আহত দূর্ঘটনায়। ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :