দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডেবনেয়ার গ্রুপের পক্ষ থেকে দশ হাজার হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে এসব দরিদ্র মানুষের মুখে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নে ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খানের নিজ বাড়ি থেকে এসব কম্বল বিতরণ করা হয়। হরিরামপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী দোহার ও নবাবগঞ্জ উপজেলার হতদরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল।
কম্বল পেয়ে ধুলশুড়া গ্রামের আয়নাল বেপারী (৯২) বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে খুব উপকার হলো৷ খান পরিবার থেকে আমাদের প্রতিবছরই কম্বল দেওয়া হয়। এছাড়া, এলাকার দরিদ্রদের আর্থিক সহায়তা, ঈদের সময় খাদ্য ও পোশাক দিয়েও সহায়তা করা হয়।
ধুলশুড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের কুলসুম বেগম বলেন, কয়দিন ধইরা ঠান্ডায় মেলা কষ্ট করতাছি। কম্বলডা পাইয়া আমি মেলা খুশি। আমার বেটাপুত নাই। উনারা আমারে প্রতিবছর কম্বল দেই, ইফতার দেই, কুরবানিতে গোসত দেই আমার চিকিৎসার জন্যও টাকা দিছে।
ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান বলেন, ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই শীতে অসহায়দের সাহায্য করতে পেরে আমাদের প্রতিষ্ঠান গর্বিত। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য।
বাবুরহাটি গ্রামের মঞ্জু রাণী সরকার বলেন, ডেবনেয়ার গ্রুপকে অনেক ধন্যবাদ। কম্বল পেয়ে আমরা খুব খুশি। ডেবনেয়ার গ্রুপের উন্নতি কামনা করি।
বিতরণকালে উপস্থিত ছিলেন- ডেবনেয়ার গ্রুপের কো-অর্ডিনেটর ও সিএসআর প্রধান মো. সাহেদ খান, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, স্থানীয় প্রতিনিধি মো. আকিব খান, ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খানসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :