ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শীতার্ত জেলে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন- মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাষ্ট। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে নাসিরনগর সদরের গাঙ্কুলপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে এলাকার ১৪০ জন শীতার্ত জেলে পরিবারের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার হাফেজ মো: মুগনিউল হাসানের সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারি এডভোকেট আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকেশ পাল পাল, গাঙ্কুলপাড়া দূর্গা মন্দিরের সভাপতি অবঃ শিক্ষক নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবি ধীবর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পাপোচন দাস, সাধারন সম্পাদক পরিমল দাস প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও শাহিনা নাছরিন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :