মানিকগঞ্জের সিংগাইরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৩টি মিষ্টির দোকানে অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস।
এ সময় বাসষ্ট্যান্ড এলাকায় ৩টি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অপরাধে রাজিব মিষ্টান্ন ভাণ্ডার ১০ হাজার টাকা, রাজিব সুইটস্ ৫ হাজার ও কালাচান মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন এবং সকলের অর্থদন্ড নগদ আদায় করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :