নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদক সম্রাজ্ঞী আদরীসহ ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া এই রায় দেন। এসময় মান্দা থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ঋষিপাড়ার নিমাই ঋষির স্ত্রী চিহ্নিত মাদক সম্রাজ্ঞী আদরী ঋষি (৩২), ভারশোঁ গ্রামের দুলাল ঋষির স্ত্রী লক্ষী রাণী(৪৫) এবং শ্রীরামপুর গ্রামের মাসুদ রানার ছেলে হৃদয় খান (২৪)। এদের মধ্যে হৃদয় খানকে ৬ মাস এবং আদরী ঋষি ও লক্ষী রাণীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাস কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :