ঐতিহাসিক গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে পাবনার চাটমোহর উপজেলার সমাজ গ্রামে অবস্থিত হযরত আশরাফ জিন্দানী (রহ.) ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে বাৎসরিক ওরশ শরীফের প্রথম দিনে এ গিলাফ কাফেলা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী ওরসকে ঘিরে হযরত আশরাফ জিন্দানী (রহ.) এর দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।
প্রতি বছরের ন্যায় এবারও পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া থেকে এ গিলাফ কাফেলা নিয়ে যান বাবা ইসমাইল আল-কাদেরী। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কয়েক`শ ভক্ত অনুরাগী এই গিলাফ কাফেলায় যোগ দেয়।
বাৎসরিক ওরস উপলক্ষে মাজারে ভক্তদের ঢল নামে। এদিন গিলাফ ছড়ানোর পাশাপাশি জিকির আর ভক্তিমূলক গজলে মুখরিত হয় মাজার অঙ্গন। এ দিন গিলাফ কাফেলা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনার পর তাবারক বিতরণ করা হয়।
বাবা ইসমাইল আল-কাদেরী বলেন, হযরত আশরাফ জিন্দানী (রহ.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা। এই ঐতিহ্য হাজারো মানুষের হৃদয়ে ছাপ রেখে যায় এবং সবার মাঝে একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :