খুলনায় অবৈধ বিদেশি সিগারেট বিক্রির দায়ে দুই দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ও বুধবার (১৫ জানুয়ারি) পৃথক অভিযানে খুলনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কাস্টমস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত মিঠুন স্টোরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩,৪০০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে ওরিস, মন্ড, থ্রী ফাইভ এবং ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট। দোকানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, বুধবার দুপুর ২টায় বাহিরদিয়া বাজারে রোহান স্টোরে কাস্টমস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। সেখানে ৪,০০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই ব্র্যান্ডের সিগারেট ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। অবৈধ ব্যবসার দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সব সিগারেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশি সিগারেটের উচ্চমূল্যের কারণে বাজারে নিম্নমানের নকল ও অবৈধ বিদেশি সিগারেটের চাহিদা বেড়েছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় এই অবৈধ ব্যবসায় যুক্ত হচ্ছে। খুলনা বিভাগের জেলা শহর এবং স্থানীয় বড় বাজারগুলোতে এ ধরনের সিগারেটের ব্যাপক সরবরাহ লক্ষ্য করা গেছে।
কাস্টমস খুলনার কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ সিগারেট বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :