বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা দক্ষিণের ৬৪ ও ৬৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার ভোরে এ দুটি ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্ভুক্ত ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার সকালে টেংরাস্থ মা মেমোরিয়াল মডেল একাডেমী প্রাঙ্গনে এসব কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোফাজ্জল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৫ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী ইমরান আহমেদ রাসেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া সহ বিএনপি`র স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সুযোগ্য নেতা। তিনি বিদেশে থেকেই দল পরিচালনা করছেন। আশা করছি তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে নতুন ভাবে স্বাধীনতা অর্জনের সক্ষম হয়েছি। এ অর্জন অনেক ত্যাগের বিনিময় হয়েছে।তিনি অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানান। কারণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে সে চেষ্টাই বিএনপি করে যাচ্ছে। তিনি বলেন, ধানের শীষ হলো আল্লাহর নিয়ামত ও শান্তির প্রতীক প্রতীক। ধানের শীষ মানুষের সৃষ্টি নয় আল্লাহর সৃষ্টি। ধানের শীষ জনগণের প্রতীক, উন্নয়নের প্রতীক।
এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা দক্ষিণের ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ইসমাইল ভুঁইয়া তুহিনের উদ্যোগে খোলা আকাশের নিচে বসবারত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় মো: ইসমাইল ভুঁইয়া তুহিন বলেছেন, রাজধানীতে হিম হিম ঠান্ডা আর কুয়াশায় কাবু খোলা আকাশের নিচে বসবাসরত নিম্ন-আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়াতে ইতমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মোতাবেক যার যার অবস্থান থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। যতদিন শীতের তীব্রতা থাকবে,আমরা ততদিন কম্বল বিতরণ অব্যহত রাখবো।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :