মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর মোহাম্মদ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের দল "পাওয়ার টেন"।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিদ্যালয়ের খেলার মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই উৎসব। প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীর এক মিলনমেলায় পরিণত হয় উৎসবটি।
সকাল সাড়ে সাতটায় বিদ্যালয়ের প্রাক্তন সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ক্রিকেট খেলা।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে ১৮ রান সংগ্রহ করে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের দল "রেবেল ২০২২"। জবাবে প্রথম ওভারেই ১৯ রান তুলে চ্যাম্পিয়ন হয় "পাওয়ার টেন"। তিনটি ছয় মেরে দলের পক্ষে একাই ১৮ রান করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মো. সাদ্দাম।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :