মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তিনটি চক্ষু ক্যাম্পে একদিনে ফ্রি চিকিৎসাসেবা পেল প্রায় ৩ হাজার চক্ষু রোগী।
শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল থেকেই ম্যাংগো গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ মান্নান খানের উদ্যোগে একইসাথে উপজেলার বায়রা ডিগ্রি কলেজ ক্যাম্পাস,সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস ও চর রাজনগর- মানিকনগর মাহমুদিয়া দাখিলা মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পে এ চিকিৎসাসেবা দেয়া হয়।সকাল ৮ টার দিকে চিকিৎসা সেবার কার্যক্রম উদ্বোধন করেন ম্যাংগো গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ মান্নান খান।
বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল ও বসুন্ধরা ভিশন কেয়ারের বিশেষজ্ঞ ৮ জন ডাক্তার চক্ষু রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চোখের রোগ নির্ধারণ করে বিনামূল্যে ওষুধ সরবরাহ, চশমা প্রদান,ও ছানি রোগসহ উন্নতমানের চিকিৎসার ব্যবস্থাও করেন তারা।
এদিকে,দুপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি আই ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো.নুরুদ্দিন ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের ম্যানেজার (এইচআর অ্যাডমিন)বাদল সাহা শোভন। ফ্রি চক্ষু সেবা প্রসঙ্গে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকী বলেন,এ মহৎ কাজে প্রত্যন্ত পল্লীর রোগীরা উন্নত মানের সেবা পেলেন। এমন কাজের জন্য ম্যাংগো গ্রুপের চেয়ারম্যান সাহেবকে আমাদের স্কুল ও এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে ম্যাংগো গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ মান্নান খান বলেন,শুরু থেকেই রোগীদের ব্যাপক উপস্থিতি দেখে আমি মনে করছি উদ্যোগটি সফল হয়েছে। ভবিষ্যতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :