AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত দুই


বোয়ালখালীতে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  আহত দুই

মিনি পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের বোয়ালখালী কক্সবাজার আরকান সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।


শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে গোমদন্ডী ফুলতল এলাকার এন মোহাম্মদ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার পশ্চিম গোমদন্ডী ৮ নং ওয়ার্ড বন্দে আলী তালুকদারের বাড়ীর মুহাম্মদ আবু বক্করের ছেলে মোহাম্মদ জাবেদ (২৫), একই এলাকার শনিরো বাড়ীর কালু মিয়ার ছেলে মুহাম্মদ মাহবুব আলম (২৮)। জাবেদ গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি আছে বলে জানান আহতের বাবা আবু বক্কর।


প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে একটি দ্রুতগামী বাইকের (চট্ট মেট্রো হ ১৬-৬৭৯৭) সাথে পিক-আপের (ঢাকা মেট্রো -ম- ৫৪-০০৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাইকে বসা দুই যাত্রী আহত হন।


তবে ঘটনার পরপরই পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে যান। দুর্ঘটনায় আহত হওয়া জাবেদ নামের একজনকে জরুরি বিভাগে আনলে তার মাথা গুরুতর ইনজুরি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা. উম্মুল খাইর মারজান।


বিষয়টি একুশে সংবাদকে নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। তিনি বলেন, ঘটনাস্থলে থেকে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পাওয়া যায়নি।


একুশে সংবা////র.ন

Shwapno
Link copied!