বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১৯ জানুয়ারি) খুলনায় তিন দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। কর্মসূচি শুরু হবে শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে।
রবিবার (১৯ জানুয়ারি), জন্মবার্ষিকীর মূল দিন, বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
এদিন বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ছাত্রদল আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ জানুয়ারি) কর্মসূচির শেষ দিনে বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতির জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হবে।
একুশে সংবা////র.ন
আপনার মতামত লিখুন :