AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি‍‍`র কমিটিতে আওয়ামী লীগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন 


বিএনপি‍‍`র কমিটিতে আওয়ামী লীগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

শনিবার (১৮ই জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিএনপি‍‍`র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের একটি অংশ আগামী ১৯ তারিখে  ভোট বর্জন করার জন্য মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলন সভায় অভিযোগ করে সুন্দরবন ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে, অঘটনতান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছে আওয়ামীলীগের দোসরা। 

৫ই আগস্টের পরে বিএনপি সেজে দলে যারা ঢুকে পড়েছে সেসব আওয়ামী লীগ কর্মীরা। পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিল  ৫১  সদস্য করে ভোটার তালিকা করা হবে সেখানে প্রতি ওয়ার্ডে  অনিয়ম করে ২০০ থেকে ২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে। এবং বিএনপি‍‍`র দলীয় কোন্দলে  নির্যাতিত ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে। ওয়ার্ড কমিটিতে একাধিক প্রার্থী না হওয়ার জন্য হুমকি ভয়ভীতি দেখানো বাধার সৃষ্টি করা হয়েছে ত্যাগী নেতা কর্মীদের। 

হাসিনার দোসররা সুন্দরবন ইউনিয়নের নেতৃত্ব দিতে চাচ্ছেন এখনো। এটা কোনভাবেই সাধারণ কর্মীরা মেনে নিবে না সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক বিএনপি‍‍`র সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ প্রমূখ। 

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন ভূমিহীন সন্ত্রাসী আওয়ামী লীগের  দোসর  ও চাঁদাবাজ দিয়ে সুন্দরবন ইউনিয়নের  ওয়ার্ড কমিটির সদস্য গঠন করা হয়েছে। আমরা বিএনপি‍‍`র নির্যাতিত নেতাকর্মী এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করে পুনরায় ওয়ার্ড কমিটি গঠন করা হয় এজন্য সিনিয়র জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে বিএনপি কর্মী নজরুল ইসলাম শেখ আরো অভিযোগ করে বলেন আমরা এখন আর বিএনপির কেউ না। আ.লীগের যারা আমাদের বিগত দিনে হামলা মামলা করেছে তাদেরই নাম দেয়া হয়েছে বিএনপির কমিটিতে। তিনি ৩০ টির মত নাশকতা সহ বিভিন্ন  মামলার আসামী হয়েছেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুন্দরবন ইউনিয়নের  ২ নং ওর্য়াড বিএনপির  সভাপতি পদপ্রার্থী মোঃ ফজলু খাঁন, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলী শেখ ও   সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!