মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শনিবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালীঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ‘শীতবস্ত্র (কম্বল)’ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সিলেট জোনের জোনাল ম্যানেজার জনাব মো: মখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএইচবিএফসি শ্রীমঙ্গল শাখার ম্যানেজার আক্তার হোসেন।
অনুষ্ঠানে বিএইচবিএফসি’র অন্যান্য কর্মকর্তাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের অনুমোদন মোতাবেক, ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে দেশের অন্যান্য এলাকার ন্যায় অত্র অঞ্চলে দুঃস্থদের মাঝে শীতবস্ত্রসমূহ বিতরণ করে বিএইচবিএফসি কতৃপক্ষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :