AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


Ekushey Sangbad
আলীকদম উপজেলা প্রতিনিধি, বান্দরবান
০৩:৩৮ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বান্দরবান জেলার আলীকদমে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন তিন যুবক। পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলটি এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও দুই আরোহীর মৃত্যু হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। তবে তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!