AB Bank
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরের মেঘনায় ৫০ মণ জাটকাসহ আটক-৯


চাঁদপুরের মেঘনায় ৫০ মণ জাটকাসহ আটক-৯

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ দুই হাজার কেজি (৫০মণ) জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা নয় জনকে আটক করেছেন তারা।

শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় এ তথ্য জানায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের হাইমচর উপজেলার চর ভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকা থেকে একটি কাঠের ট্রলার তল্লাশি করে দুই হাজার কেজি জাটকা ও জাটকা পরিবহনে ব্যবহৃত ট্রলারসহ নয় জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার নিকটে ও আটককৃত ব্যক্তিদের হাইমচর থানায় হস্তান্তর করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!