AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ

ক্লাসে অনিয়মিত ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল ঘোষণা


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৫:৩৮ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
ক্লাসে অনিয়মিত ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল ঘোষণা

বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও ক্লাসে নিয়মিত উপস্থিত না হওয়ায় ৬ মাস পর একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ স্বাক্ষরিত স্মারক নং এসটি/৬/২০২৫ এর প্রদত্ত ‍‍`কলেজ শাখার জন্য বিজ্ঞপ্তি‍‍`তে ভর্তি বাতিলকৃত ২৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, “বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হওনি এবং তোমাদের উপস্থিতির হার খুবই কম যা প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত।  সুতরাং নিম্ন বর্ণিত সকল (২৫ জন) শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হলো। তোমাদের এখন থেকে আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।”


ভর্তি বাতিলকৃত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১২ জন, মানবিকের ১১ জন ও ব্যবসায় শিক্ষায় ২ জন রয়েছে। বাতিলকৃত মোট ২৫ জনের মধ্যে ৬ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র।

  
এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভর্তি বাতিলকৃত শিক্ষার্থী জানান, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের নিয়মনীতি অনেক কড়া। পরিবার ও সামাজিক অনেক কারণে নিয়মিত উপস্থিত হতে পারি না। তার জন্য জরিমানা দিতে হয়। জরিমানা লাগলে জরিমানা দিবো, তাই বলে ভর্তি বাতিল করবে এটা ঠিক নয়।


কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ জানান, কলেজের একাদশ শ্রেণিতে মোট শিক্ষার্থী ৫৭৫ জন। আমরা চাই সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হোক। এতে তাদের লেখাপড়ার উন্নতি হবে, এর ফলে রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে অভিভাবক খুশি হবে এবং পাশাপাশি কলেজেরও সুনাম বৃদ্ধি পাবে। গত ১৪ জানুয়ারী অনিয়মিত ৭২ জন শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলে ৩৭ জন উপস্থিত হয়ে নিয়মিত হওয়ার অঙ্গীকার করে। বাকী ৩৫ জন এখনও অনিয়মিত। এর মধ্যে আরও নিবিড় বিশ্লেষণ করে ২৫ জনের ভর্তি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বাতিলকৃতরা অভিভাবকসহ উপস্থিত হয়ে উপযুক্ত কারণ দর্শানোসহ অঙ্গীকার প্রদান করলে কলেজ কর্তৃপক্ষ তা বিবেচনায় আনবে নিশ্চয়ই।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!