AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঋণের চাপে সালথায় এক ব্যবসায়ীর আত্মহত্যা


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৬:১৪ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৫
ঋণের চাপে সালথায় এক ব্যবসায়ীর আত্মহত্যা

ফরিদপুরের সালথায় নিজ দোকানের ভেতর থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হালখাতায় বাকি টাকা না পাওয়া এবং নিজের ঋণের চাপে শফিকুল আত্মহত্যা করেছে।


শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামে একটি দোকানের আড়া থেকে ঝুলন্ত তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল বাজারের পাশে নগরকান্দা উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে বেলা দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে দেখেন শফিকুলের লাশ দোকানের আড়ার সাথে ঝুলছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানতে পেরেছি, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০/২৫ লাখ টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি। অন্যদিকে দোকানের পুজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋনের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋনের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তিনি চিন্তিত ছিলেন তিনি। ধারনা করা হচ্ছে, ঋনের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।


একুশে সংবা////র.ন

Link copied!