অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা প্রেস ক্লাব। আজ শনিবার (১৮ জানুয়ারি) মাটিরাঙ্গা প্রেস ক্লাব হল রুমে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের উদ্যােগে আয়োজিত বিতরন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হতদরিদ্র ও ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ গুরুত্বপূর্ণ মানবসেবা। এদের পাশে দাড়ানো প্রতিটি সচেতন মহলের দায়িত্ব। কনকনে শীতের তীব্র ঠান্ডা আবহাওয়ায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়ে পেরে মানবিকতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল বলেন, অসহায় মানুষদের শীতের তীব্রতা থেকে খানিকটা উষ্ণতা দেবার লক্ষে আমাদের এই ছোট্ট মহৎই উদ্যােগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিকতা অব্যহত থাকবে। অসহাদের পাশে দাড়াতে সদায় প্রস্তুত মাটিরাঙ্গা প্রেস ক্লাব।
এসময়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, ক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
একুশে সংবা////র.ন
আপনার মতামত লিখুন :