এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতা আয়োজন করা হয়। শনিবার (১৮ জানুয়ারী) দিনব্যাপি জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
স্কুল পর্যায়ে জনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং কলেজ পর্যায়ে `ডেঙ্গু মোকাবেলা প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ, শীর্ষক প্রতিযোগিতা আয়োজন করা হয়। স্কুল পর্যায়ে রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় বনাম লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগীতা এতে লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে কলেজ পর্যায়ে প্রতিযোগীতায় লক্ষ্মীপুর সরকারী কলেজ কে হারিয়ে রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। সন্ধায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
একুশে সংবা////র.ন
আপনার মতামত লিখুন :