প্রকৃতিতে শীতের আমেজ ও রোদের রক্ত যত উজ্জ্বল হয় একটু একটু করে উত্তাপ ছড়িয়ে পড়ে বাতাসে। এরই মাঝে স্মৃতি রোমন্থনের মিলনমেলায় দুই যুগ পর যুক্ত হয়েছে শত শত প্রাক্তন শিক্ষার্থী। হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিল নরসিংদীর পলাশ উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ।
"স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্দনে" প্রতিপাদ্যে শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা যায় এমন প্রাণবন্ত চিত্র।
অনির্বাণ আলোকশিখা ছড়িয়ে যাওয়া এই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে এই মিলন মেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০০১ সালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা বন্ধুরা বর্তমানে নানা পেশায় ব্যস্ত সময় পার করছে। পুনর্মিলনীর এই উৎসবে বন্ধুদের সঙ্গে যোগ দিতে উপজেলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ দিন সকাল ১০টা থেকে স্কুল প্রাঙ্গণে আসা শুরু হয়। পরে এক ঘন্টার মধ্যেই স্কুল প্রাঙ্গণ শত শত বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব। এতে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।
স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে স্কুলের ২০০১ ব্যাচের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী ও রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মো: খলিলুর রহমান, মো: তাজুল ইসলাম, বিনয় কৃষ্ণ আড্য, দীনেশ চন্দ্র দাস, কানিজ সাকিলা ফেরদৌস, পরেশ চন্দ্র দেবনাথ, মো: শবিকুল ইসলাম ও বর্তমান সিনিয়র শিক্ষক মোমেন খানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
পুরনো দিনের স্মৃতিচারণসহ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষকরা। প্রয়াত শিক্ষক বিল্লাল হোসেন, ভজন চন্দ্র রায়, ললিত মোহন দেবনাথ, রঞ্জিত কুমার দত্ত, নাজিম উদ্দিন, হাফিজ উদ্দিন, অতিন্দ্র চন্দ্র দত্ত ও আব্দুল বাতেনসহ সকল প্রয়াত শিক্ষক এবং ২০০১ ব্যাচের প্রয়াত শিক্ষার্থী সাইফুল ইসলাম ইমন, মহসিন উল্লাহ ও আমেনা বেগমের জন্য শোক প্রকাশ করা হয়।
পরে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। এমন প্রাণবন্ত আয়োজনের প্রশংসা করে বর্তমান শিক্ষার্থীরা ধন্যবাদ জানায় আয়োজকদের।
এই ব্যাচের শিক্ষার্থীরা জানান, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে স্কুল জীবনের সকল বন্ধুদের সাথে একত্রিত হলাম। অনুষ্ঠানের মাধ্যমে বার বার মনে উদয় হলো আমরা ক্লাসে আছি। মন চায় আবার সেই স্কুল জীবনে ফিরে যেতে। একই সঙ্গে যারা এবার নানা কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের সঙ্গে নিয়ে পরবর্তী পুনর্মিলনী উৎসব আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
শেষ বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফল সমাপ্তি হয় ২০০১ ব্যাচের পুনর্মিলনী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :