মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের স্বণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে ২২জন নারী ও একজন পুরুষকে আটক করেছেন পুলিশ। এরমধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি হয়েছে লালমনিরহাট সদর থানায়।
পুলিশ জানায়, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২জন নারী ও একজন পুরুষ থানায় আটক রয়েছে । এরমধ্যে মোবাইল ফোন চুরির ঘটনা ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর নবি। তিনি বলেন- এরইমধ্যে মোবাইল ফোন চুরির ঘটনা ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে। এবং ২২ নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল। মাহফিল উপলক্ষে গতকাল থেকে সোহরাওয়ার্দী মাঠ সহ ৪টি মাঠ প্রস্তুত রাখা হয়। মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভীড় জমায়। ৬ লক্ষাধিক মুসল্লীর সমাগম ঘটে মাহফিলে। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এতে শৃংখলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে হিমসিম খেতে হয়েছে। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। টানা এক ঘন্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করে মিজানুর রহমান আজহারী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :