AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার  দোহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান দোহাজারী শঙ্খ নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টার সময় দোহাজারী শঙ্খ নদীর তীরবর্তী মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, ফুটবল প্রশিক্ষক উষালাকি। এ সময় উপস্থিত দোহাজারী আবাহনী ক্রীড়াচক্রের সভাপতি ও জাতীয় সাবেক ফুটবলার বসির উদ্দিন খান মুরাদ, দোহাজারী পৌরসভার সাবেক কমিশনার আবাহনী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক শাহ আলম সাবেক জাতীয় ফুটবলার আসকর খাঁন বাবু, সাবেক জাতীয় ফুটবলার শওকত খান, আরিফুল ইসলাম সুমন, মোঃ রিমন, মোঃ শহিদ, কামরুল ইসলাম মিন্টু, মাহাবুবুল আলম মাহাবু, মোঃ ফেরদৌস, মোঃ ওয়াসিম, শিমুল খান, মোঃ এনাম, মহিম বাদশা, আবুল হাসান মাহাবুবুল আলম প্রমূখ। 

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন, দোহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নাসির উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সাংগঠনিক এস এ এম মুনতাসির, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আবিদুর রহমান বাবুল, এডভোকেট দেলোয়ার হোসেন, নুরুল আলম, মোঃ এরশাদ, এম ফয়েজুর রহমান, ফয়সাল চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, শহিদুল ইসলাম, এম এ হামিদ, আমিনুল ইসলাম রুবেল, মোঃ জাহাঙ্গীর, জাবের বিন আরজু, মোঃ আমিউল্লা টিপু।

উদ্বোধনী খেলায় শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে পতেঙ্গা ফুটবল দল একাদশ বনাম পটিয়া কোলগাও একাদশ মধ্যে জমজমাট ফুটবল খেলা উপভোগ করেন ক্রীড়া মোদী হাজারো দর্শক। খেলার প্রথমার্ধে পতেঙ্গা ফুটবল দল একাদশ এবং পটিয়া কোলগাও ফুটবল একাদশের ২/২ গোলে শেষ হলে সরাসরি ট্রাইবেকারের মাধ্যমে পটিয়া কোলগাও ফুটবল একাদশ ৩ পতেঙ্গা ফুটবল দশ একাদশ ২ গোলে পতেঙ্গা ফুটবল একাদশ কে পরাজিত করে খেলার দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয় দলের গোলকিপার মোঃ আনিস।

খেলাটি পরিচালনা করেন ফিফা তালিকাভুক্ত রেফারি মোঃ মাইনুল, সিফাত ও মোঃ নাসির। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন- মোঃ সেলিম ও শহীদ।

 

একুশে সংবাদ/বিএইচ 

Link copied!