এবারের বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিপাদ্য হচ্ছে- ‘সঠিক তথ্যে ভোটার হবো-নির্বাচনে ভোট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টায় ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএসএম হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর অঞ্চল প্রধান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ও ফরিদপুর জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন- সদরপুর ও চর ভদ্রসনের নির্বাচন অফিসারসহ প্রশিক্ষণ প্রাপ্ত প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার বৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, আমাদের গরিব রাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে সিটে আছে তাদেরকে কোনভাবেই ভোটার তালিকায় আনা যাবে না। যাচাই-বাছাই করে সঠিক তথ্যে বাংলাদেশের নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কোনভাবেই যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। বিগত সময়ে আইডি কার্ড করতে অনেক ভুল ভ্রান্তিসহ হয়রানির শিকার হয়েছে জনসাধারণ, এবার যেন আমাদের দেশের গরিব অসহায় জনগণ যেন তাদের ভোটার তালিকা হালনাগাদ করতে পারেন সেজন্য সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার কে সহযোগিতার মন নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আপনাদের একটু ভুলের কারণে জনসাধারণরা যেন ভোগান্তির শিকার না হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আপনারা। আপনাদের আন্তরিকতায় সাধারণ মানুষরা বড় ধরনের একটি সেবা যেন পেতে পারে সেই দিকে লক্ষ্য রাখার অনুরোধ জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :