মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা সদরের পালকী সিনেমা হলের পাশ্বে বিএনপি`র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন সোনার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতন, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জামাল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদ, ছাত্রদলের সদস্য সচিব আঞ্জুমান পাভেল, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাউসারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপির টানা ১৭ বছরের আন্দোলনে সফল সমাপ্তি হয় বীর ছাত্রদের ৩৬ দিনের আন্দোলনে। এর মধ্যে কোন বিভক্তি নেই। যারা ১৭ বছরের আন্দোলন ও ৩৬ দিনের আন্দোলনকে তুলনা করছেন তারা মূলত কৌশলে ঐক্যে ফাটল ধরাতে চায়। শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :