AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে ১৬ লাখ ৭০ হাজার টাকার বিদেশী মদ জব্দ


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৬:১১ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
শ্রীপুরে ১৬ লাখ ৭০ হাজার টাকার বিদেশী মদ জব্দ

গাজীপুর জেলার শ্রীপুরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ৮৭ বোতল বিদেশী মদ জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নবী হোসেনের বসত ঘর থেকে ওইসব মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যবসায়ী ও তার সহযোগী পালিয়ে যায়। রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে শ্রীপুর থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল।

এর আগে শনিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা পৌণে ৭টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) মাদক ব্যবসায়ী নবী হোসেনের পাঁচ তলা ভবনের তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশী মদের বোতল জব্দ করে।


মাদক ব্যবসায়ী নবী হোসেন (৬০) কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তার সহযোগী সজল (৫০) উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদে নবী হোসেনের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৭টি কয়েলের কার্টুনে ৮৭ বোতল বিদেশী মদ জব্দ করে। জব্দকৃত মদের মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নবী হোসেন এবং তার সহযোগী সজল পালিয়ে যায়। বিদেশী মদন বেচাকেনা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!