বিএনপি`র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকাী পালিত হয়েছে বাউফলের তিন স্থানে।
আজ রবিবার বেলা ১১টার দিকে বিএনপি`র এক অংশ ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার আহম্মেদ তালুকদার সমর্থিত সাবেক উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ বিএনপি`র কার্যালয় (ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার বাসভবন) থেকে একটি র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি`র কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন সমর্থিত উপজেলা বিএনপি`র সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজের নেতৃত্বে পৌরশহরের হাচন দালাল মার্কেট এলাকায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি সহিদুল আলম তালুকদার সমর্থিত জনতা ভবন সংলগ্ন বিএনপি`র কার্যালয় বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরবিএনপির সভাপতি শাহজাহান হাওলাদারের নেতৃত্বে আলোচান সভা, দোয়া ও মিলাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :