AB Bank
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৭:৪২ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৫
মোরেলগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক রাস্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম পালিত হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট জেলা বিএনপি নেতা, মোরেলগঞ্জ-শরনখোলা থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, কাজী খায়রুজ্জামান শিপন।  

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে তার বাসভবনের অফিস কক্ষে শহীদ জিয়ার আলোচনা সভায় কাজী শিপন বলেন, শহিদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।


১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি।


আমি খায়রুজ্জামান শিপন বিগত ১৭ বছর মোরেলগঞ্জ,শরনখোলার তৃনমুল বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্নভাবে জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছি, এ বছর  উৎসবমুখর পরিবেশে পালন করেছি।

এ সময়ে নেতাকর্মীদের উদ্দেশ্য কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সে সংকট থেকে মুক্ত করেছেন। তিনি অস্ত্রহাতে স্বাধীনতা যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত।

আমরা মোরেলগঞ্জ,শরনখোলার ত্যাগী বিএনপি  নেতারা ঐক্যবদ্ধ, ভবিষ্যতেও  থাকবো। ১৭টি বছর তাদের খোঁজ নিয়েছি, বিএনপির বিভিন্ন কর্মসূচী পালন করেছি।

উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে এ সময়  অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা এফ এম শামীম আহসান, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, থানা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল ফকির, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, আব্বাস মুন্সি, অনন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, মহিলা দলসহ অনন্য নেতৃবৃন্দ এ অনুস্টানে উপস্থিত ছিলেন, আলোচনা সভা শেষে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!