ফরিদপুরের বোয়ালমারীতে মৎস্যজীবী দলের আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী চৌরাস্তায় অস্থায়ী কার্যালয়ে মৎস্যজীবী দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো: কামাল বিশ্বাসের সভাপতিত্বে এবং বোয়ালমারী পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো:শাহিদুল ইসলাম সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস মো:জাহাঙ্গীর আলাম (মুকুল মিয়া)।বোয়ালমারী বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামসুল আলম।
উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি এস এম লিয়াকত আলী, বোয়ালমারী উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো: বিল্লাহ হোসেন, বোয়ালমারী পৌর মৎস্যজীবী দলের সহসভাপতি মো: আসাদ মোল্লাসহ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান বক্তা বিশ্বজিৎ সরকার বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
সভায় অঙ্গ সংগঠন উপজেলা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জন্মদিন উপলক্ষে দোয়া মাহাফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :