মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও নকল কিটনাশক জব্দসহ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের আওলাদ মোল্লা স্বত্বাধিকারী নাসিমা এন্টারপ্রাইজ এবং কাজী রফিকুল ইসলাম স্বত্বাধিকারী আশিক কাজী এন্টারপ্রাইজ নামে দুটি ব্যাবসা প্রতিষ্ঠানে, প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও সিনজেনটার গ্রোজিন, থিয়োভেটের নকল পণ্য পাওয়া যায়।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখের নেতৃত্বে ভেজাল সার ও সিনজেনটার গ্রোজিন, থিয়োভেটের নকল পণ্য জব্দ করা হয়।
পরবর্তীতে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক ঔষধ আগুনে ভস্মীভূত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, সিনজেনটা কোম্পানির প্রডাক্ট অফিসার সিরাজুল ইসলাম, টেরিটরি অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদসহ প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :