AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট


মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বারগাও এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায়, জামদানী ব্যবসায়ীরা বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি (রবিবার) সকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের বারগাও এলাকার জামদানী শাড়ি ব্যবসায়ী, মোঃ রাজীব সাউদ ও ব্যবসায়ী ইসলাম মিয়ার বাড়িতে পুর্ব শত্রুতার জেরে একই  এলাকার ১/ মোঃ আসান উল্লাহ(৪৭), পিতা: অজ্ঞাত ২/মোঃ সেরাজল সাউদ(৬০), পিতা: অজ্ঞাত, ৩/মোঃ আমান উল্লাহ (৪৭), পিতা: অজ্ঞাত, ৪/মোঃ রুবেল (২২) পিতা: সেরাজল সাউদ, ৫/মোঃ নাজমুল (৪৫), পিতা: মফিজুর ৬/এমদাদুল (৩৫), ৭/মোঃ মফিজুল (৪৭) সর্ব পিতা: মৃত শামসুল হক সাউথ, ৮/মোঃ সোহেল ২৭ পিতা: (অজ্ঞাত), ৯/জাহাঙ্গীর (৪৮) পিতা: হোসেন ফকির, ৯/মোঃ মোতালেব (৫৫)পিতা: তোতা মিয়া, ১০/রহিত (২৫) পিতা: নাজমুলসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের একটি দল রামদা, চাইনিজ কুড়াল, হাতুড়ি, চাপাতি, শাবলসহ দেশিয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে রাজীব সাউদ এর প্রায় (২,৫০,০০০) দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র, স্ত্রীর ব্যাবহারের সাত ভরি গহনা যাঁর বাজার মূল্য প্রায় আট লক্ষ চল্লিশ হাজার (৮,৪০,০০০), এবং আলমারি ভাংচুর করে নগদ দুই লক্ষ (২০০,০০০) টাকা লুট  করে। ব্যবসায়ী ইসলাম সাউদ এর ভাই  জাকির, মামুন, চাচাতো ভাই আবু সিদ্দিক কফিল উদ্দিন জামাল সাউথ এর বাড়ি ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে যাঁর আনুমানিক প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। মামুন এর ঘর থেকে ব্যবসার নগদ দুই লক্ষ দশ হাজার (২,১০,০০০) টাকা লুট করে। মামুন এবং জাকির হোসেন বাঁধা দিতে এলে তাদের দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে মারপিট করে নিলাফুলা যখম করে। জাকির হোসেনের  ঊরুতে দা এর কোপ বসিয়ে দিলে, তার ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে সন্ত্রাসী দল পালিয়ে যায় , পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে প্রেরণ করেন।

এতে  ইসলাম সাউদ ও রাজীব সাউদ বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ করেন।

১৯ জানুয়ারি (রবিবার) সরজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বাড়িতে দা এর কোপ,  আসবাবপত্র ভাঙচুর এবং দুই টি বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন। একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই বিষয়ে ভুক্তভোগী রাজীব সাউদ বলেন, দুর্বৃত্তরা মাদকাসক্ত, মাদক ব্যবসার সাথে জড়িত। তাঁদের সাথে সাথে আশেপাশের অনেক মাদক সেবীদের সম্পর্ক রয়েছে। এলাকায় তারা মাদকের স্বর্গ রাজ্য বানাতে চাচ্ছে। আমাদের তরুণদের হাতে মাদক তুলে দিচ্ছে। কিশোর গ্যাং তৈরি করছে এবং তাদের দিয়ে বিভিন্ন অপকর্ম করাচ্ছে। আমরা বাঁধা দেয়ায়, তাঁরা আমাদের উপর চড়াও হয়ে হামলা ও লুটপাট চালিয়েছে। আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। তাই আমি এবং ইসলাম সাউদ সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছি। 

এই বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে, তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!