AB Bank
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় বোরো বীজ ধান উৎপাদন ও সংগ্রহের উদ্যোগ


উল্লাপাড়ায় বোরো বীজ ধান উৎপাদন ও সংগ্রহের উদ্যোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ( ইরি ) ধানের বেশী হারে ফলনশীল হাইব্রিড জাতের বীজ ধান উৎপাদন ও সংগ্রহের উদ্যোগ নিয়ে মাঠে নামা হয়েছে। এ উদ্যোগে আবাদী মাঠে এখন বোরো ধান চারা লাগানো হচ্ছে।


উপজেলার সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া মাঠের প্রায় একশো বিশ বিঘা জমি আঃ বারিক বাৎসরিক লিজ নিয়ে বোরো ধানের আবাদ শুরু করেছেন। তিনি বলেন জমিতে হাইব্রিড  গোল্ড জাতের ধান চারা জমিতে লাগানো হচ্ছে। প্রায় আট বিঘা জমিতে এ ধানের বীজতলা করেন। সে বীজতলার চারা তুলে লিজ নেওয়া জমিতে লাগানো হচ্ছে। সরেজমিনে দেখা গেছে জমিগুলোয় এলাকার মাঠের কাজের শ্রমিকেরা দল বেধে ধান চারা লাগাচ্ছেন। একই মাঠে নারীরা দলবেধে বীজতলা থেকে চারা তুলছেন।

Displaying Lipighor_1737215743740.jpeg
মাদার ধান বীজ থেকে নিজস্ব বীজতলায় চারা করে এখন জমিতে সে চারা লাগানো হচ্ছে। তিনি বেসরকারী প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটেড এর সাথে বীজ ধান উৎপাদন ও তাদেরকে দেবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। এখানে একই জমিতে তিন রকমের ধান উৎপাদন হবে। এর মধ্যে শুধু এক রকম ধান থেকে  বীজ ধান করা হবে। এসময় তার সাথে থাকা লাল তীর সীড লিমিটেড এর ফিল্ড অফিসার মেহেদী হাসান বলেন জমিতে  বীজ ধান উৎপাদনে চারা রোপণ পদ্ধতি আলাদা। এছাড়া আলাদা পরিচর্যা করতে হয়।

 

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌একুশে সংবাদ////র.ন

Link copied!