সুন্দরবনের জোংড়া এলাকা থেকে ২৫কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বনবিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালায় বনপ্রহরীরা।
এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫কেজি হরিণের মাংস জব্দ করেন অভিযানকারীরা। জব্দকৃত হরিণের মাংসের সাথে রয়েছে মাথা, পা ও চামড়া। এছাড়াও জব্দ করা হয় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যর হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি)।
বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, চোরা শিকারীদের সনাক্তে ও আটক করতে অভিযান চালানো হচ্ছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :