বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদের নির্দেশে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠান শেষে কেককাটা হয়।
রোববার (১৯ জানুয়ারী) পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় পৌর যুবদলের সহসভাপতি গোলাপ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক ইলিয়াস গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক ফজলুর রহমান। এছাড়া বিএনপি নেতা দিদারুল আলম, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, ছাত্রদলের সাবেক নেতা মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, শেখ সুজন আখন্দ প্রমুখ।
আলোচনা ও দোয়া শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে আগামীদিন গুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিদের্শনা এবং তারুণ্যের প্রতীক সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে ফরিদগঞ্জে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :