বরিশাল জেলার উজিরপুরে তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব১৭) এর ফাইনাল খেলায়,শিকারপুর একাদশকে হারিয়ে বিজয় হয়েছেন উজিরপুর পৌরসভা একাদশ। পৌরসভা একাদশ, শিকারপুর ইউনিয়ন একাদশকে ০- ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল।
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পৌরসভা একাদশের অধিনায়ক মেহেদী হাসান তিনি একাই নিজই দলের অনুকূলে দুই গোল করে এই পুরস্কার অর্জন করেন। খেলা শেষে রানার্স আপ শিকারপুর একাদশের পক্ষে অধিনায়ক, ম্যানেজার ও শেরে বাংলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান ট্রফি গ্রহণ করে। পৌরসভা একাদশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন অধিনায়ক মেহেদী হাসান, উজিরপুর পৌরসভা নির্বাহী অফিসার মারুফ হোসেন ও পৌর একাদশে পৃষ্ঠপোষক পৌর বিএনপি`র আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান। পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ ।
২০ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর সরকারী ডাব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খানের সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ রাখাল বিশ্বাস অপুর্ব, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর মডেল ডাব্লিউ বি ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ খালেক, বরিশাল জেলা যুব আন্দোলন বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ অনিক গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,উজিরপুর ক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । উল্লেখ্য ১৩ জানুয়ারি জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন উপজেলার নয়টি ইউনিয়ন ও ১ টি পৌর সভাসহ ১০ টি টিম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ছাত্র প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন, আল সাকিব, মোঃ আল আমিন,মোঃ আব্দুল্লাহ রাফি, মোঃ আরাফাত, ইসরাত জাহান সুমাইয়া,লিজা আক্তার ও প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :