ইয়াবা ট্যাবলেটসহ পটুয়াখালীর বাউফলে স্বামী, স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। আজ সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কালাইয়া বন্দর তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দলিল উদ্দিনের ছেলে মো. নেছার (৪৮) তার স্ত্রী সুমনা (৪৬) ও ছেলে নাভিল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, নেছার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালিয়ে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :