পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের জেলে ধলাই হালদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।
জেলে ধলাই হালদার জানান, সকালে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলা হয়। জালে বড় মাছ আটকা পড়ার টান অনুভব করলে জাল টেনে তোলেন। তখন বিশাল আকারের বাঘাইড় মাছটি দেখতে পান। পরে মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাটের কাছে ১,৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ সম্রাট বলেন, মাছটি ধরা পড়ার খবর পেয়ে পদ্মা নদীতে গিয়ে নৌকা থেকেই ১,৭০০ টাকা কেজি দরে ৭১,৪০০ টাকায় কিনে আনেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১,৮০০ টাকা কেজি দরে ৭৫,৬০০ টাকায় বিক্রি করেন।
তিনি আরও বলেন, "নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে বড় বড় মাছ ধরা পড়ছে। এ ধরনের মাছের চাহিদা অনেক বেশি, তাই দ্রুত বিক্রি করা সম্ভব হয়েছে।" বাঘাইড় মাছের প্রতি ক্রেতাদের এমন আগ্রহ নদীর জীববৈচিত্র্য ও জেলেদের জীবিকার উপর ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :