মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপহরনের ১৬ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনের সাথে জড়িত ২ জনকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মনির হোসেন খানের ১৬ বছরের মেয়ে দশম শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যায় একই গ্রামের হান্নান মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২২)।
মেয়ের মা বাদী হয়ে ঘটনার পর সিরাজদিখান থানায় ঐ রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন। দশ দিনেও পুলিশ তাদের উদ্ধার করতে না পারায় বিষয়টি রেবের সহযোগিতায় ১৬ দিন পর ভিকটিম উদ্ধারসহ মা হাজেরা বেগম ও ছেলে বিল্লালকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশের হাতে তুলে দেয় র ্যাব।
সোমবার বিকালে ৪ টায় পুলিশ তাদের সিরাজদিখান থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাচ্চু।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :