ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর-ফরিদপুর আঞ্চলিক সড়কের পূর্বশ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম আসিফ খান (২০)। তিনি কৃষ্ণপুর ইউনিয়নের মাঠ শৌলডুবী গ্রামের ওয়াদুদ খানের পুত্র। জানা গেছে, সে সদরপুর সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে শৌলডুবী থেকে সদরপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর জখম হন আসিফ খান। ওই সময় স্থানীয়রা তাকে সদরপুর হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আসিফের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আসিফের পরিবারে তার একটি বোন রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ তার ব্যবহৃত এনএস পালসার নামের রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :