AB Bank
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে বিপুল হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


সরিষাবাড়ীতে বিপুল হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে আতাউর রহমান (বিপুল) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও তার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী-ভূয়াপুর প্রধান সড়ক তারাকান্দি মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহতের পিতা আনোয়ার হোসেন কালু, বড় ভাই আল আমিন, নিহতের সন্তানসহ এলাকাবাসী। 

গত শুক্রবার (১৭ ই জানুয়ারি) সকালে জমি বিরোধের জেরে আতাউর রহমান বিপুল ও তার মা আসমা বেগম ও স্ত্রী মুক্তা বেগমের উপর দেশীয় ধারালো অস্ত্র রাম দা, চাইজি কোড়াল, লোহার রড় নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। হামলায় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে। এ সময় তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এই দেখে বিপুলের মা আছমা বেগম ফিরাতে গেলে তারও একটি হাত ভেঙে দেয় আপেল ও তার লোকজন। 

এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করলেও এখনো অধরাই রয়ে গেছে প্রধান আসামি আপেল।

মানববন্ধনে নানান পেশাজীবী মানুষ ও সরিষাবাড়ী থানার পুলিশ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!