ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়াে কার্মরত ডা: সাদিসহ অন্যদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকরা। অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হিসেবে `কমপ্লিট শাটডাউন` বা `লংমার্চ টু ঢাকা`ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া ডা: আব্দুল্লাহ বলেন, `ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়ার এর সামনে গত ১৯ জুলাই রিকশা চালক ইসমাইলকে ওপেল গুলি চালায় পুলিশ। সেই সময় ডেলটা হেলথকেয়ারে কর্মরত ছিলেন ডা: সাদি। তিনি সিসিটিভি ফুটেজে দেখেন রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর মুখে চলে গেছেন। তিনি বাইরে এসে শেষ পর্যায়ে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করেন। সেই সময়ও ডা: সাদিকে লক্ষ করে পুলিশ গুলি করে যা সিসিটিভি ফুটেজের দেখা যায়। কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যায়। ডা: সাদিকে উচিত ছিলো বীর সন্তানের তালিকায় রাখা কিন্তু আজকে তাকে আসামীর কাটগোঁয়ার দাঁড়াতে হচ্ছে। ডা: সাদিকে মামলা দিয়ে প্রশাসন ঘটনাটকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলন হতে পারে `কমপ্লিট সাটডাউন` ও লংমার্চ টু ঢাকা`।`
অবস্থান কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজের প্রথম হতে ৫ বর্ষের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :