AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাণিজ্য মেলায় নকল পণ্য বিক্রির অভিযোগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৬:১৯ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
বাণিজ্য মেলায় নকল পণ্য বিক্রির অভিযোগ

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯ তম আসর বসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে। মেলা শুরু থেকেই পণ্যের মান নিয়ে ক্রেতাদের অভিযোগ ছিলো। সোমবার  (২০ জানুয়ারি) সোমবার সন্ধ্যা ৭টায় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে মেলায় অভিযান পরিচালনা কর হয়েছে। এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এক দোকানকে ১লক্ষ টাকা জরিমানা এবং অন্য একটি দোকান বন্ধ করে দেন।


ঢাকা থেকে আসা এক দম্পতি জানায়, ইলেক্ট্রিক মার্ট নামক মিয়াকো ব্র্যান্ডের একটি স্টল থেকে Sony ব্র্যান্ডের একটি টেলিভিশন এবং রান্নার কাজে ব্যবহৃত আরো অনেকগুলো পণ্য ৫৮ হাজার টাকায় ক্রয় করেন। পরে যাচাই করে দেখেন SONY টেলিভিশন টি নকল। তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলে তারা বুজতে পারে। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করলে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল দোকানে অভিযান চালায় এবং ঘটনাটি সত্য প্রমাণিত হলে দোকান মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।


অপরদিকে আরেকজন ভুক্তভোগী ঢাকায় জামদানি শাড়ি হাউস নামক একটি দোকান থেকে জামদানি শাড়ি ক্রয় করে ১৮ হাজার টাকায়। কিন্তু শাড়িটি নকল হওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দোকানটি বন্ধ করে দেন। পরে কাস্টমারের সাথে সমঝোতা হলে পুনরায় দোকানটি খোলার অনুমতি দেওয়া হয়।


ঢাকা বিভাগীয় সহকারি পরিচালক মোঃ আব্দুল জব্বার বলেন আমাদের অভিযান চলমান থাকবে ভুক্তভোগীরা বাণিজ্য মেলার অফিসে অভিযোগ করিলে ব্যবস্থা নেব।


‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌একুশে সংবাদ////র.ন

Link copied!