বীর উত্তম মুক্তিযোদ্ধা, বিএনপি`র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, মান্দা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম।
এসময় প্রসাদপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুরাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল হক রানা, মান্দা উপজেলা শিক্ষক সমিতরি আহবায়ক সদেরুল ইসলাম,জিয়া সাইবার ফোর্স মান্দা উপজেলা শাখার আহবায়ক সামসুদ্দিন আহমেদ এবং জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখা’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন শাহ্ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা মো. সাদিকুল ইসলাম সোহাগ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তার জন্ম না হলে বাংলাদেশ নামক ভুখন্ডের জন্ম হতো না। তাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি শুধু বিএনপি বা একটি মাত্র দলের নেতা নয়, তিনি সকলের নেতা। অপরদিকে রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে। নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোন বিকল্প নেই।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :