রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এম এ হান্নান,শাহজাদপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি:রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বগুড়া নগরবাড়ি মহাসড়ক দীর্ঘ যানযট হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন তারা।
শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির বয়স আট বছর পাড় হলেও এখনও বিভিন্ন স্থানে ভাড়া ভবনে প্রশাসনিক কাজ ও একাডেমিক পাঠদান চলছে। বিশ্ববিশ্ববিদ্যালয়টির স্থায়ী ও নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর অধ্যয়ন ব্যহত হচ্ছে। এর আগে ভিসি জটিলতায় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণ কাজ শুরু করতে পারেনি। ফলে শিক্ষার্থীদের আবাসন সংকটসহ প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এর থেকে তারা পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে সকল জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণের জোর দাবী তাদের। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বডুয়া বলেন, ‘শিক্ষার্থীদের এ আন্দোলনটি যৌক্তিক আন্দোলন। তারা এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে ও করেই যাচ্ছে অথচ এখনও ক্যাম্পাস ও নিজস্ব ভবন নির্মাণ হয়নি। জায়গা অধিগ্রহণ করা আছে। এই প্রেক্ষিতে বর্তমান প্রশাসন সরকারের কাছে সংশোধিত জিপিপি জমা দিয়েছে। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছে। তারা এটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আগামী ২৮ তারিখে মন্ত্রণালয়ে এ বিষয়ে মিটিং আছে। মিটিংয়ে যদি অনুমোদন হয় তবে আমরা আশাকরি এ বছরের মধ্যে কাজ শুরু করা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :